Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো একটি বিদেশি জাহাজ আটক করল ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৪ পিএম

ইরান থেকে সাড়ে ৭ লাখ টনের বেশি ডিজেল পাচারের অভিযোগে উপসাগরে একটি বিদেশী জাহাজ আটক করেছে দেশটির অভিজাত রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে জাহাজটি অথবা এর ক্রুরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরএনএ। দেশটির সরকারি এই সংবাদ সংস্থা বলেছে, জাহাজটি থেকে সাতজন ক্রুকেও আটক করা হয়েছে। বর্তমানে তাদের ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জ্বালানিতে ইরানের সরকারের ব্যাপক ভর্তুকি আর জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় বিশ্বে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যায় দেশটিতে। যে কারণে ইরান থেকে প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় অঞ্চলে সুমদ্রপথে তেল চোরাচালান হয়। স্থল এবং সমুদ্রপথে তেলের চোরাচালান ঠেকাতে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী রীতিমতো লড়াই করছে।
উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে গত কয়েক মাসে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোরের সদস্যরা কয়েকটি জাহাজ আটক করেছে। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ