Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয় মাসে ত্রিশ লক্ষাধিকর বিদেশীর ইরান ভ্রমণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা ২১ মার্চ ২০২২ থেকে শুরু হয়) প্রথম নয় মাসে ইরান ত্রিশ লাখেরও বেশি বিদেশী পর্যটক আগমনের রেকর্ড করেছে। দেশটির ডেপুটি পর্যটন মন্ত্রী আলি-আসগর শালবাফিয়ান এই তথ্য জানান।

মঙ্গলবার মন্ত্রীকে উদ্ধৃত করে মেহের নিউজ বলেছে, এই বছরের প্রথম নয় মাসে ত্রিশ লক্ষাধিক পর্যটক দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে ১৪ শতাংশ ছিল একদিনের দর্শনার্থী।

এর আগের বছর ফারসি ১৪০০ সালে ১৩ লাখেরও বেশি পর্যটক দেশে প্রবেশ করে, যার মধ্যে ১১ শতাংশ ছিল একদিনের দর্শনার্থী।

বহির্গামী যাত্রীদের সংখ্যা সম্পর্কে কথা বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, ৭০ লাখেরও বেশি ইরানী নাগরিক উল্লিখিত সময়কালে বিদেশ ভ্রমণ করেছেন এবং সংখ্যার প্রায় ছয় শতাংশ একদিনের দর্শনার্থী ছিলেন।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান ভ্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ