Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজেপি মাদরাসার বিরুদ্ধে মিথ্যা আখ্যান চালাচ্ছে

আসামের শিক্ষার হাল নিয়ে মুসলিম এমপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আসামের সাম্প্রতিক মাদরাসা ধ্বংসের পর এআইইউডিএফ প্রধান এবং ধুবড়ি এমপি বদরুদ্দিন আজমল গতকাল রাজ্যের হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের ওপর তীব্র আক্রমণ শুরু করেছেন। যারা মাদরাসা থেকে পাস করে তারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে পারে উল্লেখ করে আজমল বলেন, ‘রাজ্য সরকার মাদরাসা শিক্ষার বিরুদ্ধে মিথ্যা আখ্যান চালাচ্ছে। এতে দাবি করা হয়েছে যে, মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য পড়তে পারে না- এটা সম্পূর্ণ মিথ্যা’। আজমল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে সেগুলো বন্ধ বা ভেঙে ফেলার পরিবর্তে রাজ্যে স্কুল শিক্ষার উন্নতি করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘যদি রাজ্য সরকার আসামে একটি ভাল শিক্ষার মডেল তৈরি করতে না পারে, তবে তারা স্কুলগুলো আমার হাতে তুলে দিতে পারে। আমি তাদের উন্নতি করব এবং বিজেপিকে দেখিয়ে দেব এটি কীভাবে করা যায়’। এআইইউডিএফ প্রধান আরো দাবি করেছেন যে, তিনি ইতোমধ্যে আসামে এটি করেছেন।
উল্লেখ্য, আসামে বদরুদ্দিন আজমলের ফাউন্ডেশন পরিচালিত বেশ কয়েকটি স্কুল ও কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছাত্ররা সম্প্রতি সমাপ্ত জাতীয় যোগ্যতা কাম প্রবেশিকা পরীক্ষা বা নিট-এ ভাল স্থান অর্জন করেছে।
আসামে, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রায় ২ হাজার স্কুল বন্ধ এবং অন্যান্য স্কুলের সাথে তাদের একীভূত করার সিদ্ধান্তের জন্য সমালোচনায় পড়েছে।
উল্লেখ্য, আসামে পুলিশের নির্দেশে স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে একটি মাদরাসা ও সংলগ্ন আবাসগৃহ ভেঙে ফেলা হয়। স্থানীয় মুসলিমরা পুলিশের নির্দেশে মিশনারি মাদরাসাটি ভেঙে ফেলার দাবি করলেও পুলিশ এ ধরনের কোনো নির্দেশ দেয়নি বলে দাবি করছে। সূত্র : সিয়াসাত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ