বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।
আজ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন চৌড়হাস এলাকার সলকের ছেলে জুয়েল (২২), রাহুল (২২), ফারুক (২৪), আহত হলেন বাদশার ছেলে বিপ্লব (২০), বারখাদা জুগিয়া ।
এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলযোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো এক কিশোর।
অফিসার ইনচার্জ আরো জানান,মুলত; বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।