বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামী করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পুলিশ বাদি হয়ে গঙ্গাচড়ায় থানায় এই মামলা করা হয়। এতে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও প্রায় দুই হাজার জনের কথা উল্লেখ করা হয়। ঘটনার পর এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভের ডাক দেয় বিএনপি। বিকেল সাড়ে ৩টার দিক থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এরপর বিকেল ৫টার দিকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ জন পুলিশ এবং শতাধিক নেতাকর্মী আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।