Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে দন্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৫:৪১ পিএম

নীলফামারী জেলা কারাগারে আটক থাকা রাজা মিয়া নামের(২৫) এক আসামী সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, নীলফামারীর সৈয়দপুরের মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামী রাজা মিয়া নীলফামারী জেলা কারাগারে আটক ছিল। সোমবার সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজা মিয়া দুপুরের দিকে সেখানেই তিনি মারা যান। নিহত রাজা মিয়া সৈয়দপুর ডাকবাংলো সড়ক এলাকার সেলিম হোসেনের ছেলে।
সূত্র মতে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান-এ নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ২৭ সেপ্টেম্বর মাদক সেবনের দায়ে বিচারক তাকে ৭দিনের কারাদন্ডের আদেশ দেন। সাজার মেয়াদ শেষে সোমবার তার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
এ ব্যাপারে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: অমল কুমার রায় বলেন, আাসামী রাজা মিয়া একজন হৃদরোগী ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ