মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নতুন রাজা হিসেবে দায়িত্ব নেওয়া তৃতীয় চার্লস শুক্রবার তাঁর নতুন অধ্যায়ের সূচনায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। রানির মৃত্যুতে দেশটিতে তাঁর ৭০ বছরের রাজত্বের অবসান ঘটল।
তৃতীয় চার্লস (৭৩) বৃহস্পতিবার স্কটিশ হাইল্যান্ড রিট্রিটে তাঁর মায়ের মৃত্যুর পরপরই রাজা হন। দেশে ও বিদেশে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আজ শুক্রবার তিনি বালমোরাল থেকে লন্ডনে ফিরে আসবেন। বালমোরালে ৯৬ বছর বয়সী রানি দীর্ঘ এক বছর অসুস্থতার পর বৃহস্পতিবার ‘শান্তিপূর্ণভাবে’ মারা যান।
চার্লসের উদ্বোধনী ভাষণের বিশদ বিবরণ রেকর্ড করার জন্য তৈরি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, এটি ১০ দিনের বিশদ পূর্বপ্রস্তুত পরিকল্পনার অংশ, যা কয়েক দশক ধরে তৈরি করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার নতুন রাজা চার্লস প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে জনগণের সামনে তাঁর প্রথম বক্তব্য রাখবেন। রানির মৃত্যুর আগে মঙ্গলবার লিস ট্রাসকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।