মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নতুন রাজা হলেন চার্লস। তবে প্রশ্ন কোহিনূরের মুকুট উঠবে কার মাথায়? কে পাবেন কোহিনূরের অধিকার?
চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তার অবর্তমানে ‘কুইন কনসর্ট’ হবেন প্রিন্স চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। তাই স্বাভাবিকভাবেই চার্লস যখন রাজা হবে, তখনই ক্যামিলার মাথায় উঠবে সেই কোহিনূর বসানো মুকুট, যা আসলে ছিল রানি এলিজাবেথের মায়ের।
১০৫ দশমিক ৬ ক্যারেটের কোহিনূর হীরার জন্মস্থান ভারত। চতুর্দশ শতাব্দীতে ভারতেই মিলেছিল এ হীরা। তার পর বহুবার হাতবদল হয়। ১৮৪৯ সালে পাঞ্জাব অধিকার করে ব্রিটিশরা। তখনই কোহিনূর হস্তান্তরিত হয় রানি ভিক্টোরিয়ার কাছে। সেই থেকে ব্রিটেনের শাসকদের মাথায় শোভা পেতে থাকে এ হীরা।
এখন প্লাটিনামের মুকুটে বসানো রয়েছে কোহিনূর। ১৯৩৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় তৈরি করা হয়েছিল সেই মুকুট। পরেছিলেন দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথ। টাওয়ার অব লন্ডনে রাখা থাকে সেই মুকুট। চার্লসের অভিষেকের দিন তা মাথায় উঠবে ক্যামিলার। ৯৬ বছর বয়সে আজ (৮ সেপ্টেম্বর) বিকেলে রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকারিভাবে মৃত্যুর খবরটি জানিয়েছে বাকিংহাম প্যালেস।
গতকালই রানির অসুস্থতার খবর সামনে আসতেই স্কটল্যান্ডে ছোটেন রাজ পরিবারের সদস্যরা। ছেলে প্রিন্স চার্লস থেকে নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি- সকলেই দ্রুত বালমোরাল প্রাসাদে উপস্থিত হন। সেখান থেকেই রানির এলিজাবেথের মৃত্যুর পর জানানো হয় যে, এবার ইংল্যান্ডের রাজগদিতে বসতে চলেছেন প্রিন্স চার্লস। তিনিই যাবতীয় রাজপাট সামলাবেন।
ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজগদির দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই প্রথা অনুযায়ীই আজ ব্রিটেনের পরবর্তী শাসক হিসাবে প্রিন্স চার্লস শপথ গ্রহণ করবেন। সেই সময়ই ক্যামিলিয়ার মাথায় উঠবে কুইনের মুকুট।
১৯৩৭ সালে কিং জর্জ ষষ্ঠের করোনেশন বা শাসক হিসাবে দায়িত্ব গ্রহণের সময় প্ল্যাটিনামের মুকুট তৈরি করা হয়। ওই মুকুটের মধ্যমণিই কোহিনূর। প্রথম এই মুকুট পরেন রানি এলিজাবেথ। বর্তমানে লন্ডন টাওয়ারেই সাজিয়ে রাখা রয়েছে এই মুকুট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।