Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে দিনে- দুপুরে ঘরের হ্যাসবোল্ট ভেঙ্গে দুর্ধর্ষ চুরি।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

পটুয়াখালী শহরে ঘরের দরজা ভেঙে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে । এসময় চোরেরা ১৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে শহরের পৌরসভা সংলগ্ন মুসলিম পাড়ার গাজী সরোয়ারের বাসায় এ ঘটনা ঘটে। তিনি দুমকী সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক, তার স্ত্রী ইসাক মডেল ডিগ্রি কলেজের প্রভাষক।
এ বিষয়ে গাজী সরোয়ার জানান, আমি, আমার স্ত্রী ও মেয়ে কেউই বাসায় ছিলাম না। এই সুযোগে আগে থেকে ওৎ পেতে থাকা চোরেরা দরজার হ্যাসবোল্ট ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা কাঠের ওয়ারড্রোপ ও স্টীলের আলমিরার তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ পঁচিশ হাজার টাকাসহ ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা বাসায় এসে এ অবস্থা দেখে পুলিশে খবর দেই।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ধর্ষ চুরি

২৪ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ