Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৪ এএম

বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।

নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরান বাড়ি থেকে নুতন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরছিলেন বাসু মিয়া। এসময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ