Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামপুরে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে ১টি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হুমায়ুন কবির ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকুন্ডা ব্রিজের সামনে হতে কবরস্থান পর্যন্ত ১৬০ মিটার রাস্তার আর সি সি ডালাই কাজের সড়ক সংস্কার করা হবে। রাস্তা উদ্বোধন করার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। আমি এই রাস্তাটিতে নিজস্ব অর্থায়নে ইট বসিয়ে ছিলাম। আজ এখানে ১৬০ মিটার রাস্তার আর সি সি ডালাই কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না।

 

তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে যাব। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, হাজী মো. সালাম সিকদার, মো. এমরান ভূঁইয়া, হাজী মাইনউদ্দিন, ইউপি সদস্য শাহিন, জামপুর ইউপি মহিলা সদস্য নাদিয়া নুর রানু, আবুল বাশার ভূঁইয়া, বাবু, শামীম সিকদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ