বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলায় শারমিন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ সোমবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেন।নিহত শারমিন উপজেলার মোরেলগঞ্জ ১৫ নং সদর ইউনিয়নের ইয়াসিন আলীর স্ত্রী। স্হানীয়রা জানায়(৪ সেপ্টেম্বর) রোববার রাত ৮টার দিকে থেকে শারমিন আক্তারের ঘর বাইরে থেকে তালা মারা ছিল, রাত নয়টার কিছু পরে নিহতের মামী শাশুরী জানালা দিয়ে শারমিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে,পরে স্হানীয়দের সহায়তায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে নিহতের মামার দাবি ষড়যন্ত্র করেই তার ভাগনি শারমিনকে হত্যা করা হয়েছে তিনি আরো দাবি করেন শারমিনের সাথে তার দুই দেবরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং শারমিনকে তার শশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো সে কারনেই পরিকল্পনা করে শারমিনকে হত্যা করা হয়েছে। এদিকে নিহতের ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইদুর রহমান জানান ঘটনাস্থালে গিয়ে ও লাশের সুরতহাল করে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের মামার অভিযোগের ভিত্তিতে শারমিনের শশুরবাড়ির সন্দেহভাজন কয়েকজনকে থানায় এনে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে মন্তব্য করেন তিনি,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।