Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোরেলগঞ্জে শিক্ষকের বাসায় রহস্যজনক চুরি,১৭ ভরি স্বর্ন লুট

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৭:৫১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ের পেছেনে শিক্ষক সশীম দেবনাথের টিনসেড বাসায় মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।ভুক্তভোগী পরিবারের ১৭ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সশীম ও তার স্ত্রী পলি দেবনাথ দুজনই পেশায় শিক্ষক। তারা জানান প্রতিদিনের মত আজও তারা সকালে কর্মস্হলে চলে যান,বিকেলে বাসায় ফিরে বাসার দোতালায় একটি জানালা ভাঙা দেখতে পায়,তারা জানায় জানালার পাশের একটি আমগাছ বেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে, ঘরের ভেতরে থাকা সিড়ি হয়ে নিচতলায় প্রবেশ করে অভিনব কৌশলে তোশকের নিচে থাকা চাবি নিয়ে আলমারি খুলে আনুমানিক ১৭ ভরি স্বর্ন নিয়ে ভাঙা জানালা থেকে পালিয়ে যায়, কিন্তু চোরচক্র আলমারি লাগিয়ে আবার চাবি যাথাস্হানে রেখে যায়।মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘চুরির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আলমারি তালাবদ্ধ। অথচ আলমারির ভেতর থেকে সোনার গয়না গায়েব। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে,আশে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ অনুসন্ধান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ