Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালপুরের টানা তৃতীয় জয়

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : লালতীর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে জামালপুর জেলা দল। গতকাল রোববার জামালপুর স্টেডিয়ামে স্বাগতিকরা ২-০ গোলে হারায় শেরপুর জেলাকে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ১-০ গোলে এগিয়ে ছিলো। ৩৫ মিনিটে জামালপুরের হিরা গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এগিয়ে থেকেই স্বাগতিক দল বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও গোল আদায় করে নেয় তারা। ৬০ মিনিটে বোরহার জামাপুরের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
টুর্নামেন্টে এ পর্যন্ত জামালপুর চার ম্যাচে অংশ নিয়ে একটিতে হারলেও টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে শেরপুর এক জয়, এক ড্র ও দুই হারে পেয়েছে ৪ পয়েন্ট। আজ নেত্রকোনা ভেন্যুর খেলা শুরু হচ্ছে। এই ভেন্যুর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেত্রকোনা খেলবে ময়মনসিংহের বিপক্ষে।

 

পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রানরেট
ঢাকা ডায়নামাইটস ১২ ৮ ৪ ১৬ +০.৯১২
খুলনা টাইটান্স ১২ ৭ ৫ ১৪ Ñ০.২১৫
চিটাগং ভাইকিংস ১২ ৬ ৬ ১২ +০.২৩৩
রাজশাহী কিংস ১২ ৬ ৬ ১২ +০.২০৮
রংপুর রাইডার্স ১২ ৬ ৬ ১২ Ñ০.১০৬
কুমিল্লা ভিকোটরিয়ান্স ১২ ৫ ৭ ১০ Ñ০.৩৪৫
বরিশাল বুলস ১২ ৪ ৮ ৮ Ñ০.৬৮৮
*শীর্ষ চার দল খেলবে প্লে-অফ রাউন্ড

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামালপুর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ