Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে হিন্দু নেতা আটক ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের পুলিশ দুইজন অপ্রাপ্তবয়স্ক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেশটির একজন প্রভাবশালী হিন্দু নেতাকে গ্রেফতার করেছে। আটক হওয়া ওই হিন্দু নেতার নাম শিবমূর্তি মুরুঘা শারানারু । তিনি কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি নিজের প্রতিষ্ঠানেই দুই ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। অভিযোগ জানাজানি হলে এ নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদের পর তাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। অবশ্য তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিলো আরও ছয় দিন আগেই। শারানারু তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে একে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। শুক্রবার তাকে আদালতে উপস্থাপন করেছে পুলিশ। ব্যাঙ্গালোর থেকে বিবিসি হিন্দি বিভাগের সংবাদদাতা জানিয়েছেন যে আদালত শারানারুকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছে। ৬৪ বছর বয়স্ক এই আধ্যাত্মিক ধর্মগুরুর বিরুদ্ধে শিশুদের সুরক্ষার জন্য করা সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। আবার নির্যাতনের শিকার ছাত্রীদের একজন দলিত সম্প্রদায়ের হওয়ায় শিডিউলড ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্টও তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। লিঙ্গায়েত হলো মধ্য বর্ণ। কর্ণাটকের মোট জনসংখ্যার ১৭ শতাংশই এ সম্প্রদায়ের। রাজ্যের রাজনীতিতেও তাদের ব্যাপক প্রভাব রয়েছে। রাজ্যটির বেশিরভাগ মুখ্যমন্ত্রী এসেছেন এ সম্প্রদায় থেকেই। রাজ্যটিতে প্রায় দুই হাজার লিঙ্গায়েত মঠ আছে যারা পেশাদার কলেজও পরিচালনা করে। শারানারু চিত্রদুর্গা শহরে মুরুঘা মঠের প্রধান। এটি পুরো রাজ্য জুড়ে প্রায় ১৫০ আধ্যাত্মিক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে। তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয় গত ২৬শে অগাস্ট। যে দুইজন ছাত্রী অভিযোগ করেছেন তারা মহিশূর শহরে শারানারুর নিজের প্রতিষ্ঠানেই অধ্যয়ন করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ