মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় পুলিশের আট কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে।
দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, শুক্রবার কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়। সে হামলায় ৮ কর্মকর্তা মারা যান।
তথাকথিত ভিন্নমতাবলম্বী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-এফএআরসি অঞ্চলটিতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ঘটনার পর এক টুইট বার্তায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।
পেট্রো বলেন, এ ধরনের হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।
পেট্রো দায়িত্ব নেয়ার পর এটিই দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।