Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ায় বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় পুলিশের আট কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, শুক্রবার কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়। সে হামলায় ৮ কর্মকর্তা মারা যান।
তথাকথিত ভিন্নমতাবলম্বী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-এফএআরসি অঞ্চলটিতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ঘটনার পর এক টুইট বার্তায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।
পেট্রো বলেন, এ ধরনের হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।
পেট্রো দায়িত্ব নেয়ার পর এটিই দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ