Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশৃংখলা ঠেকাতে সর্তক অবস্থানে সিলেটে র‌্যাব, পুলিশ ও বিজিবি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৩:০৯ পিএম

সারা দেশে চলছে হেফাজত ইসলামের বিক্ষোভ আজ । কাল হরতাল ডেকেছে হেফাজত। তবে সিলেটে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ বিজিবির টহল করা হয়েছে জোরদার। আজ শনিবার সকাল থেকে দিতে দেখা গেছে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহীঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও উপশহর সহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে মহড়ার চিত্র । গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশৃঙ্খলা কিংবা নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য নগরীতে র‌্যাব ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে । একই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিন নগরীতে নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ