Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭ এএম

নারায়ণগঞ্জে বৃহস্পতিবারের পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী মো. শাওনের দাফন সম্পন্ন হয়েছে। গভীর রাতে আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনেকটা গোপনীয়তার মধ্যে রাত দেড়টার দিকে শাওনের দাফন হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১১টার দিকে শাওনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শাওনের বাড়িতে পৌঁছায়। বাড়িতে চলছিল শোকের মাতম। শাওনের লাশ দেখে কান্নায় আহাজারিতে ভেঙে পড়েন স্বজনেরা।

ফতুল্লা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীসহ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতেই শাওনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষ চলাকালীন পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ