Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রপুরে স্কুলছাত্র রিমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম

শেরপুরে স্কুলের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামে এক ছাত্র হত্যার
প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
করেছে হাজারো এলাকাবাসী। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নিহত রিমনের
বাসস্থান খুনুয়া এলাকাবাসীর আয়োজনে প্রথমে ভীমগঞ্জ বাজারে মানব বন্ধন ও
বিক্ষোভ মিছিল করা হয়। পরে শতশত বিক্ষোব্ধ মানুষ বিক্ষোভ মিছিলসহকারে
দূর্যােগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে আসে এবং
জেলা প্রশাসকের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের
সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আব্দুল
হামিদ, নুরুল হক, আব্দুল খালেক, প্রভাষক মতিউর রহমান, রফিকুল ইসলাম
মাস্টার, মনিরুল ইসলাম মাস্টার, সমাজসেবক ওয়াজেদ আলী, নিহত স্কুলছাত্র
রিমনের বাবা মো. সাগর মিয়া, মা রশিদা বেগম।

বক্তারা রিমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে বিচারের
মুখোমুখি করার দাবি জানান। এদিকে ঘটনাটি ঘটার পর থেকে রিমনের স্কুল
শিক্ষক ও পরিচালকদের পক্ষ থেকে কোন খোঁজ না নেয়াকে সন্দেহের চোখে দেখছে
এলাকাবাসী।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বৃহস্পতিবার
বিকেলে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই
ও র‌্যাবও চেষ্টা করছে। আমরা আশা করছি খুব দ্রুতই রহস্য উদঘাটন করে
জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পারবো।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা
হত্যাকান্ডের ঘটনা জানার পরপরই মূল তথ্য উদঘাটন করার জন্য আপ্রাণ চেষ্টা
চালাচ্ছি। আমাদের গোয়েন্দা বিভাগের লোকজন কাজ করছে। আশা দ্রুতই একটা
পজেটিভ রেজাল্ট দিতে পারবো।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের
ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে
ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ
উদ্ধার করে পুলিশ। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো.
সাগর মিয়ার ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার
করেন। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন রিমনের বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ