Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বুলডোজারে মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হলো আসামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি বছরের মার্চ থেকে, আসামের পুলিশ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং রাজ্যে জিহাদি সিøপার সেল স্থাপনের চেষ্টা করার অভিযোগে প্রায় ৪০ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে আসামের বাঙ্গাইগাঁওয়ে একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। মারকাজুল মা আরিফ করিয়ানা মাদ্রাসায় ২২৪ জন শিশু বাস করত। মধ্যরাত পর্যন্ত শিশুদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার কাজ চলে। তার পরে একটি বুলডোজার চালানো হয় এই মাদ্রাসায়। বাঙ্গাইগাঁও-এর জেলা ম্যাজিস্ট্রেট একটি ফরমান জারি করে। এই মাদ্রাসা সরকারি নিয়ম অনুযায়ী নির্মিত হয়নি বলে জানানো হয় সেখানে। এই মাদ্রাসাটি হাফিজুর রহমানের সঙ্গে যুক্ত। তিনি একই মাদ্রাসায় সহকারি শিক্ষক। তাকে আল-কায়েদা ও আনসার-উল-বাংলা দলের সদস্য হওয়ার কারণে অসম পুলিশ ২৬ অগস্ট গ্রেফতার করে। ভুমিকম্পের সিসমিক জোন ৫-এ থাকার কারণে যে কোনও সময় যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই মাদ্রাসাটি ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়। এটি আসামের তৃতীয় মাদ্রাসা, যা অবৈধভাবে নির্মাণের কারণে ভেঙে ফেলা হয়েছে। এর আগে মনিকা ও গোয়ালপাড়ায় দুটি মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়। তাদেরও জিহাদিদের সঙ্গে যোগ ছিল বলে জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত মারকাজুল মা আরিফ করিয়ানা মাদ্রাসার সঙ্গে কোনও অসামাজিক কার্যক্রমের জড়িত থাকার খবর পুলিশ অথবা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এ বছরের মার্চ থেকে, আসামর পুলিশ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং রাজ্যে জিহাদি সিøপার সেল স্থাপনের চেষ্টা করার জন্য একজন বাংলাদেশী নাগরিক সহ প্রায় ৪০ জনকে গ্রেফতার করেছে। এই মাসের শুরুতে, আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে রাজ্য পুলিশ ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা এবং বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকটি মডিউল ধ্বংস করেছে। এই সংগঠনগুলি রাজ্যের যুবকদের উগ্রপন্থী কার্যকলাপে সক্রিয় করার ক্ষেত্রে কাজ করে। মুখ্যমন্ত্রী বলেন যে সা¤প্রতিক অতীতে কিছু মসজিদ ও মাদ্রাসা থেকে চরমপন্থী সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জি২৪ঘণ্টা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ