গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মুসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তার বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সানজানা মুসাদ্দিকার বাবা শাহীন আলমকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট সানজানার মা আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার বাবার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।
২৭ আগস্ট দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা । সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।
সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।