Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু, বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ২:১৮ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মুসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তার বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, সানজানা মুসাদ্দিকার বাবা শাহীন আলমকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট সানজানার মা আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার বাবার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।

২৭ আগস্ট দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা । সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।



 

Show all comments
  • Mohmmed Dolilur ৩১ আগস্ট, ২০২২, ২:৩২ পিএম says : 0
    চির কুটের লেখা একটি পলিসি মনে হয়,একজন ইউনিভার্সিটির ছাত্রীর হাতের লেখা এত নিম্ন হবে না কি,যদি প্রমান করতে হয় মেয়ে টির লেখা ইউনিভার্সিটি কাগজ পত্র তার হাতের লেখা সম্পূর্ণ কাগজ পত্র সংগ্রহ করতে হবে,
    Total Reply(0) Reply
  • Uzzal ৩১ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম says : 0
    এইতো ছেলে মেয়েদের কাজ টাকা খরচ করে পরা লেখা শিক্ষিয়ে বর হয়ে বলে বাবা মা খারাপ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ