গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাফরুলে মন্দিরের সেবায়েতের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
দুপুর পৌনে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে গ্রেফতারদের সম্পর্কে বিস্তারিত জানাবে ডিবি। সেখানে কথা বলবেন ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সম্প্রতি মন্দিরের এক পুরোহিত কিছু ফলমূল নিয়ে বাসায় যাওয়ার সময় মন্দিরের সভাপতি ও আরেকজন তাকে আটক করে। এসময় তাদের মাঝে নানা ধরণের কথাবার্তা হয়। এক পর্যায়ে ওই পুরোহিত সভাপতির পায়ে লুটিয়ে পড়েন এবং তার কাছে ক্ষমা চান। পরদিন সেই পুরোহিত আত্মহত্যা করেন। এরপর থেকে পলাতক ছিল মন্দিরের সভাপতিসহ গ্রেফতারকৃতরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।