বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে গতকাল শনিবার থেকে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ বন্ধ করেছে মালিক ও চালকরা। অটো চলাচল বন্ধ হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন নগরবাসী। ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান চলাচল অব্যাহত রয়েছে। তবে অটোরিক্সাগুলো মানুষের দূর্ভোগকে পুজি করে ইচ্ছেমত ভাড়া আদায় করছে। রেল স্টেশনে দেখা গেছে দুরদুরান্ত থেকে মানুষ এলেও তারা গন্তব্যে যাওয়ার বাহন পাচ্ছেন না। বিশেষ করে রাজশাহীতে প্রতিদিন হাজারো মানুষ আসা যাওয়া করে চিকিৎসার জন্য। এসব মানুষ হাসপাতাল বা ক্লিনিকে যেতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। স্কুলগামি শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এসব অটো চলাচল নিয়ন্ত্রন করে সিটি কর্পোরেশন। অঘোষিত এই ধর্মঘট নিরসনে তাদের এখন পর্যন্ত কোন উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। এই পরিস্থিতির উত্তোরনে নগরবাসী ইন্টারসিটি বাস সার্ভিসের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ইতোপূর্বে বিআরটিসি সিটি সার্ভিস চালু করার উদ্যোগ নিলেও মহল বিশেষের বাধার কারনে তা আর চালু করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।