Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

চিরকুটে বাবাকে দায়ী মানববন্ধনে সহপাঠীরা বলেন, তাকে হত্যা করা হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর দক্ষিণখান এলাকার দশ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। আত্মহত্যার আগে চিরকুটে তিনি মৃত্যুর জন্য নিজের বাবাকে দায়ী করেন। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দক্ষিণখান থানা এসআই রেজিয়া খাতুন জানান, ওই শিক্ষার্থীর রেখে যাওয়া চিরকুটে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী এবং রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

তিনি আরো বলেন, বাসার ছাদ থেকে ওই ছাত্রী নিচে লাফিয়ে পড়ে আহত হন। পরে তার পরিবারের লোকজন মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
স্থানীয়রা জানান, ১০ তলা ভবনের সাত তলায় পরিবারের সঙ্গে থাকতেন ওই ছাত্রী। তার রুমের বিছানার একটি বালিশের নীচ থেকে তার পরিবারের সদস্যরা নিহতের হাতের লেখার (প্রাথমিকভাবে প্রমাণিত) একটি চিঠি বের করে দেয়। সেই চিঠিতেই আত্মহত্যার জন্য বাবাকে দায়ী করেন ওই ছাত্রী। ঘটনার পরপরই তার বাবা পালিয়ে যান।

তাকে হত্যা করা হয়েছে: অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সহপাঠীরা। গতকাল রোববার মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘হত্যার বিচার চাই’, ‘আত্মহত্যা নয়, হত্যা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

নিহতের সহপাঠীরা বলেন, একজন মানুষ ১২তলা থেকে পড়ে গেলে তার শরীর থেঁতলে যাওয়ার কথা। আমরা তার লাশ দেখেছি। তার শরীরে সে রকম কিছু হয়নি। তার শরীরে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্ন ছিল। তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। আমরা এ হত্যার বিচার চাই।

আরেক সহপাঠী অর্ণব দেব বলেন, তার বাবা শাহিন ইসলাম দুটি বিয়ে করেছেন। শাহিন ইসলাম দ্বিতীয় স্ত্রী নিয়ে আলাদা থাকতেন। আমাদের সহকর্মী দুই ভাই–বোন নিয়ে তার মায়ের সঙ্গে থাকতেন। তার বাবা মাঝেমধ্যে তাদের বাসায় এসে তার মাকে মারধর করতেন। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করায় তাকেও মারধর করা হতো। গত ঈদের আগে তার বাবা মেরে তার হাতের আঙুল ভেঙে দেন। এ ঘটনায় থানায় জিডিও করেছিলেন তার মা। আর কোনো দিন তঁর গায়ে হাত তুলবে না, এমন আশ্বাস দেয়ার পর ওই জিডি তুলে নেয়া হয়।



 

Show all comments
  • Harunur Rashid ২৯ আগস্ট, ২০২২, ৫:৩৬ এএম says : 0
    There are no words can describe the anger toward this Iblis. O Allah SWT. never ever forgive this lowest of the low. Keep this Iblis in the Jahannam forever, do not bestowed your mercy for this and like of this Iblis.
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ২৯ আগস্ট, ২০২২, ৩:১০ এএম says : 0
    ভালো ভাবে তদন্ত করা হউক।
    Total Reply(0) Reply
  • শাব্বীর আহমদ ২৯ আগস্ট, ২০২২, ৭:২৪ এএম says : 0
    দীনহীন ফ্যামিলি পরিবার সমাজের অবস্থা দিন দিন এর চেয়েও খারাপ হবে। প্রকৃত কল্যাণকামী ওলামায়ে কেরাম যতই আমাদের সুপদেশ দেয়, আমরা কানে নেই না। আমরা শুনি ভ্রষ্ট মিডিয়া ও তথাকথিত বিজ্ঞানমনস্ক ধর্মবিদ্বীদের কথা।
    Total Reply(0) Reply
  • Md Saifu ২৯ আগস্ট, ২০২২, ৭:২৪ এএম says : 0
    পৃথিবীতে নিকৃষ্টতর কাজের উদাহরণ এটি!মানুষ হিসেবে কত নিম্নস্তরের চরিত্র আমাদের মাঝে বিরাজ করছে!আহ!মানবতা!
    Total Reply(0) Reply
  • Fiha Srabonti Keya ২৯ আগস্ট, ২০২২, ৭:২৪ এএম says : 0
    সবাই যখন, স্বার্থপর হয়ে যায়, তখন নিজেকে, নিজের মত করে, পরিচালিত করতে হবে,, সবার কাছ থেকে আমি দূরে থাকলে যদি,নিজেকে ভালো রাখা যায়,, তাহলে, সবার দূরত্ব থাকাই ভালো,, সে যেই হোক,,, বাবা,মা,,আত্নীয়স্বজন everyone ।। নিজের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে পারাটাই একটা মানুষের পরিচয়
    Total Reply(0) Reply
  • Anamika Bably ২৯ আগস্ট, ২০২২, ৭:২৪ এএম says : 0
    · সবাই কেমন যেনো অস্থির আর অসহিষ্ণু হয়ে গেছে...আল্লাহর দুনিয়াটাই যেনো কেমন হয়ে গেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ