মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স¤প্রতি যুক্তরাষ্ট্র ও ভারত প্রতিদ্বদ্বিদ্বতাপূর্ণ সীমান্তের কাছে যৌথ সামরিক মহড়া করছে। এই নিয়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) চীন-ভারত সীমান্ত বিরোধে তৃতীয় পক্ষের জড়িত থাকার বিরুদ্ধে সতর্ক করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-ভারত সীমান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট খবরাখবর খেয়াল করেছি ও সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর দেবো।’ চীন বরাবরই জোর দিয়ে বলে থাকে, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সহযোগিতা বিশেষ করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম তৃতীয় কোনে পক্ষের বিরুদ্ধে চালানো উচিত নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সহায়তা করা প্রয়োজন। এই মন্তব্যটি এসেছে যখন মার্কিন ও ভারতীয় বিশেষ বাহিনী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে যৌথ মহড়া করেছে। গত ৮ আগস্ট এই মহড়া শুরু হয়। মার্কিন ও ভারতীয় দুই বাহিনী ১৮ থেকে ৩১ অক্টোবর ভারতের উত্তরাখন্ড রাজ্যের আউলিতে আরেকটি যৌথ মহড়া শুরু করবে বলে জানা গেছে। অপর এক খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা শনিবার জানিয়েছেন, নজরদারি আরো ভালোভাবে চালানোর জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর ব্যাপক অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পাহাড়ী এলাকায় বনাঞ্চলের কারণে নজরদারি কঠিন হয়ে পড়ছিল বলে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা, শান্তি ও প্রশান্তি নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী অবকাঠামোগত উন্নয়নেও মনোনিবেশ করেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।