মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত সীমান্তে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পদাতিক বাহিনী পরিচালনার জন্য একজন নতুন আর্মি জেনারেলকে নিয়োগ দিয়েছে চীন। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন কমান্ডার নিয়োগ দেয়া হলো। ১ জুন এক রিপোর্টে নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড গ্রাউন্ড ফোর্সের এই নতুন কমান্ডার হলেন লে. জেনারেল শু কুইলিং। নতুন কমান্ডারকে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার জেনারেল ঝাও ঝংকি’র কাছে রিপোর্ট করতে হবে। এই কমান্ডের অধীনে সেনা, বিমান ও রকেট বাহিনী রয়েছে। ভারত সীমান্তের দায়িত্ব এই কমান্ডের উপর ন্যস্ত এবং চীনের যে পাঁচটি থিয়েটার কমান্ড রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। থিয়েটার কমান্ড সাধারণত নেতৃত্ব দেন একজন জেনারেল। ২০১৭ সালে ভারতের সঙ্গে দোকলাম অচলাবস্থার সময়ও ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন জেনারেল ঝাও। ২০১৭ সালের অক্টোবরে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম সেন্ট্রাল কমিটিতে নিয়োগ পান। এর আগে এখানকার পিএলএ গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ছিলেন বর্তমানে ইস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার জেনারেল হি ওয়েইদং। গত জানুয়ারিতে তার পদোন্নতি হয় এবং পুরো ইস্টার্ন কমান্ডের দায়িত্ব দেয়া হয়। তবে লে. জেনারেল শু আগে একই পদে ইস্টার্ন থিয়েটার কমান্ডের গ্রাউন্ড ফোর্স কমান্ডার ছিলেন। গত মে মাসের শুরু থেকে এলএসি-তে ভারত ও চীনা বাহিনীর মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। সমস্যার সমাধানে ৬ জুন দুই পক্ষ আলোচনায় বসবে বলে কথা রয়েছে। দি হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।