Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্তিশালী কামান মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০১ এএম

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৭৫তম গ্রুপ আর্মি সম্প্রতি চীনের সবচেয়ে আধুনিক মটরযান-পরিবাহিত হাউৎজার (কামান) পিসিএল-১৮১সহ নতুন অস্ত্রশস্ত্র লাভ করেছে। ভারতের সাথে চীনের সীমান্ত উত্তেজনার মধ্যে সৈন্যদের মহড়া চলাকালে এসব অস্ত্র প্রদর্শন করেছে চীনা সামরিক বাহিনী। পিএলএ ৭৫তম গ্উপ আর্মির একটি ব্রিগেড সম্প্রতি চীনের মরু এলাকা নাজিয়াং হাওজিয়াওয়ে ফিল্ড মহড়াকালে নতুন অস্ত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। মঙ্গলবার ৭৫তম গ্রুপ আর্মির অফিসিয়াল উইচ্যাট পাবলিক অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশ করা হয়। এতে সংযুক্ত ছবিতে বেশ কয়েকটি পিসিএল-১৮১ মটরযান-পরিবাহিত হাউৎজার স্পষ্টভাবেই শনাক্ত করা সম্ভব হয়েছে। গত ২০১৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের ন্যাশনাল ডে মিলিটারি প্যারেডে নতুন উদ্ভাবিত অস্ত্র হিসেবে ১৫৫ মিলিমিটার ক্যালিবার মটরযান-পরিবাহিত হাউৎজার প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। এর ওজন মাত্র ২৫ টন। ফলে এটি অনেক হালকা ও দ্রুতগামী। তাছাড়া এটি তার আগের সংস্করণ স্বচালিত হাউৎজারে চেয়ে অনেক বেশি টেকসই। আগেরগুলোর ওজন ছিল ৪০ টনের বেশি। হালকা ওজনের কারণে এই অস্ত্র পার্বত্য এলাকায় নিয়ে যাওয়া সহজ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি সহজেই আনা-নেয়া করা যায় বলে অনেক বেশি কার্যকর অস্ত্র। হাউৎজার ক্যাবে ডিজিটাল নিয়ন্ত্রিত প্যানেলও দেখা যায়। এটি পুরোপুরি ডিজিটাল করা ব্যবস্থা। ফলে অস্ত্রটি ব্যবহারের জন্য প্রস্তুত হতে সময় লাগে খুবই কম। আর এতে করে আর্টিলারি হয় আরো শক্তিশালী। হাউৎজারের মতো আর্টিলারি অস্ত্র পার্বত্য এলাকায় খুবই কার্যকরি। কারণ এখানে পর্বতগুলো এড়িয়ে প্যারাবোলিক পথে গোলা বর্ষণ করতে হয়। উল্লেখ্য, ২০১৭ সালে দোকলাম অচলাবস্থার সময় পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে পিসিএল-১৮১এস পাঠানো হয়েছিল। এগুলো সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করতে বেশ কার্যকর হয়েছিল। চীন ও ভারত বর্তমান নতুন করে সীমান্ত উত্তেজনায় জড়িত রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, উভয় পক্ষ আগের সমঝোতা অনুযায়ী সীমান্তে উত্তেজনা প্রশমন করতে পদক্ষেপ গ্রহণ করেছে। গত শনিবার চীন ও ভারতের মধ্যে ইতিবাচক সীমান্ত আলোচনার আগেই সম্ভবত এসব পিসিএল-১৮১এস সীমান্তে পাঠানো হয়েছিল বলে চীনা ও ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন। সিসিটিভি এপ্রিলে জানিয়েছিল, পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড সম্প্রতি পিসিএল-১৮১ গ্রহণ করেছে। গ্লােবাল টাইমস, এসএএম।



 

Show all comments
  • Mili sarkar ১৪ জুন, ২০২০, ৫:৪৯ পিএম says : 0
    China things Baykat
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ