Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৫:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসন্ন জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ৩ জন। মন্ত্রী ছাড়া অপর দুইজন হচ্ছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরবেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ