বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পদ্মাসেতু উত্তর থানার সামনে দুই বাসের সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়া গামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব-১৫-৩৪৪৩ এর চালক ঘটনার সময় বাস চালিয়ে পদ্মাসেতু উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে শিমুলিয়াঘাটের দিকে যেতে থাকলে পিছন দিক থেকে বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব-১৪-৩২১১ এর চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাস চালিয়ে স্বজোড়ে ধাক্কা দিলে সামনের অংশ ও ইলিশ পরিবহনের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঈগল পরিবহনে থাকা অন্তত ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে। এ সময় ঈগল পরিবহনের বাস চালক পালিয়ে যায়।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সৌরভ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত কাউকে পাইনি। স্থানীয়রা আহতদের
উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন। রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।