Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

দীর্ঘদিন ধরে শেরপুর জেলা শহরে ব্যাপক যানজট শুরু হয়েছে। জেলা শহরের প্রধান সড়কসহ প্রতিটি রাস্তার ফুটপাত দখল করে দোকানপাট বসানো, ফুটপাত দখলে নিয়ে মার্কেট সম্প্রসারণ করা, গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে গতকাল শেরপুর শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রধান সড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তিনি আরো জানান, এ সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। তাদের সম্মতি নিয়েই এ অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, আমাদের তালিকাভুক্তদের উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

৮ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ