Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় শ্রম প্রতিমন্ত্রীর বোনের বাড়িতে অভিযান, ইয়াবাসহ ভাগ্নে গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম

খুলনায় শ্রম প্রতিমন্ত্রী, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপির মেজো বোন নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর দৌলতপুরের আনঞ্জুমান রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিমন্ত্রীর বোনের ছেলে আরিফুজ্জামান রূপমকে (২৪) ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে তাকে ৫ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রূপম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে কিছুদিন আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রভাবশালী হওয়ায় ইতোপূর্বে কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে কেএমপির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু জানাতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ