Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায়: কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৯:০০ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে আওয়ামী লীগ তাতে স্বাগত জানিয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়।

২০০৪ সালের ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত দলটির নেত্রী আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হয়েছে। সবশেষ গত জুনে অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। যদিও এই যন্ত্রটির ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর রয়েছে তীব্র আপত্তি।

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সম্প্রতি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয় ২৮টি দল। এর মধ্যে ৩০০ আসনে ইভিএম চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুটি দল শর্তসাপেক্ষে আর ১৪টি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে। বিরোধিতা করেছে বাকি দলগুলো। এর আগে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপেও ইভিএমের বিরুদ্ধে মতের পাল্লা ভারী ছিল।

এমন অবস্থার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গতকাল কমিশনের সভায় সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়।

ইসির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমে ভয় পায়।



 

Show all comments
  • মোঃ হাফিজুর রহমান ২৪ আগস্ট, ২০২২, ১:২৪ পিএম says : 0
    ইবিএম এর দুর্নীতি ব্যতীত আওয়ামীলীগ চতুর্থ দফা ক্ষমতায় আসতে পারবে না ইবিএম কে বাদ দেওয়ার কথা বললেই ক্ষমতাশীনদের যত ভয়!!
    Total Reply(0) Reply
  • Abdullah Al Mamun ২৪ আগস্ট, ২০২২, ৯:১১ এএম says : 0
    এই কথা আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর বলেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ