Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না সাবিনাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৮:২৬ পিএম

ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবে ‘না’ করেছে সংযুক্ত আরব আমিরাত। পরে ইন্দোনেশিয়াকে এনে ম্যাচ খেলানোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাই সাফ টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না সাবিনা খাতুনদের। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের এক সভা শেষে তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘আরব আমিরাত আসেনি। ইন্দোনেশিয়াও কিছু বলেনি। তাই সময় কম থাকায় প্রস্তুতি ম্যাচ ছাড়াই সাফ নারী টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ।’ ৬ সেপ্টেম্বর নেপালের কাঠমা-ুতে শুরু হবে সাত দেশের এই টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার সাত দেশকে ধরে নিয়ে ফিকশ্চার করা হয়েছিল। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় ভারতের জন্য আজকের দিন পর্যন্ত অপেক্ষা করবে দক্ষিণ এশিয় ফুটবল ফেডারেশন (সাফ)। যদি ভারতের নিষেধাজ্ঞা না উঠে, তাহলে নতুন ফিকশ্চার অনুযায়ী খেলা হবে। অন্যথায় আগের ফিকশ্চারেই খেলবেন সাবিনারা। তবে আজ ভারতের পক্ষেই ফিফার রায় আসতে পারে বলেই মনে করছেন বাফুফের কর্তারা। নারী সাফে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাংলাদেশ। এছাড়া চতুর্থ দল হিসেবে রয়েছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ