Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বন্দরে ২৪ ও ২৫ নং ওয়ার্ডে ওয়াসা পানির তীব্র সংকট

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৬:৪৭ পিএম


গত ৩ সপ্তাহ ধরে বন্দরে ওয়াসা পানির তীব্র সংকট বিরাজ করছে। পানির অভাবে সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের আমিরাবাদ, বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা, মুছাপুরের দাসেরগা ,পাতাকাটা এলাকার প্রায় ১৫ হাজার লোকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে
দৈউলী চেরৗরাপাড়া এলাকার পানির পাম্প বিকল হওয়ায় গত তিন সপ্তাহ যাবত পানি সরবরাহ করছে না ওয়াসা। ফলে এলাকায় পানির জন্য হাহাকার বিরাজ করছে। পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে নানা জায়গায় ছুটোছুটি করতে দেখা গেছে
ওয়াসা জানায়, গত তিন সপ্তাহ ধরে পাম্পটি বিকল রয়েছে। অচিরেই পাম্পটি মেরামত করা হবে। মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেল ৩টায় ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তায় পানির ট্যাংকের সামনে পাত্র রেখে পানি জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী।
কখন আসবে ওয়াসার গাড়ী এ জন্য সকাল থেকে প্রতীক্ষা তাদের।পানির জন্য অপেক্ষায় থাকা গৃহকতা আফজাল হোসেন জানান, সকাল থেকে ওয়াসার অস্থায়ী পানির ট্যাংকের সামনে পাত্র রেখে অপেক্ষা করছি । বিকেল ৩টা বেজে গেছে, ওয়াসার গাড়ী এখনও আসেনি। তিনি আরো বলেন, ওয়াসার গাড়ী আসার কোন সময় সূচি নেই। কোন দিন সকালে আসে, কোন দিন আসেনা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রাহকের বাড়ির কলে মোটেও পানি আসছেনা। চৌরাপাড়া আক্তার হোসেন গনমাধ্যমকে জানান, অনেক আন্দোলনের পর এই এলাকায় পানির পাম্প স্থাপন করা হয়। অজ্ঞাত কারনে পানির পাম্প আবারও নষ্ট হয়ে গেছে। ফলে এলাকায় বিরাজ করছে তীব্র পানি সংকট। বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করছে না ওয়াসা
এ ব্যাপারে নাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, পাম্প বিকল হওয়ায় এলাকায় পানি সংকট চলছে। পানির পাম্পটি দ্রুত মেরামত করার জন্য চেষ্টা চালচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ