Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলনবিলাঞ্চে গো-খাদ্যের তীব্র সংকট খামারিরা বিপাকে

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

চাটমোহরসহ চলনবিলাঞ্চে গো-খাদ্যের তীব্র সংকটের কারণে প্রায় দুই হাজার খামারিরা বিপাকে পড়েছেন। গো-চারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় এবং ক্রমাগত লোকশানের কারণে বোরো ধানের আবাদ ভূমি কমে যাওয়ায় চলনবিল অধ্যুষিত উপজেলাগুলোতে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ভাটি এলাকার গো খাদ্যের সংকট আরো বেশি। চলনবিলাঞ্চে ক্রমশই এ সংকট বাড়ছে। চলনবিলাঞ্চের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ, সিংড়া ও গুরুদাসপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা বর্ষায় প্লাবিত হয়েছে। ডুবে গেছে সকল প্রকার গো চারণ ভূমি। মাঠ থেকে কাঁচা ঘাস সংগ্রহ করতে পারছেন না গো মহিশের মালিকেরা। খড়, খইল, ভূষির দাম বেড়ে গেছে কয়েকগুণ। এলাকার মানুষের পক্ষে পশু পালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গো-খাদ্য সংকটের কারণে অনেক খামারিরা তাদের পশু বিক্রয় করতে বাধ্য হচ্ছে। এদিকে ধানের দাম ক্রমাগত কমে যাওয়ার কারণে কৃষকেরা ধান বাদ দিয়ে অন্য ফসল আবাদের দিকে ঝুকে পড়ায় খড় উৎপাদনও হচ্ছে না। ফলে পশু খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। চাটমোহরে ছোটবড় মিলে প্রায় দুই হাজার গো খামার রয়েছে। অনেকে তাদের খামার গুটিয়ে ফেলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলনবিলাঞ্চে গো-খাদ্যের তীব্র সংকট খামারিরা বিপাকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ