মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের যে কয়টি দেশে কোভিডের কারণে সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ ছিল, ইন্দোনেশিয়া তাদের অন্যতম। দুই বছরেরও বেশি সময় অনলাইন শিক্ষা কার্যক্রমের পর আজ সোমবার দেশটির প্রায় অর্ধেক স্কুলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করেছে। বিবিসি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
কয়েক দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার প্রায় ২৪ হাজার অর্থাৎ দেশটির অর্ধেকের মতো সরকারি স্কুল সশরীরে ক্লাস শুরু করবে। বাকি স্কুলগুলোতে অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস হবে। বিশেষজ্ঞেরা বলছেন, এতটা দীর্ঘ সময় সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখায় শিক্ষা খাতে সংকট দেখা দিয়েছে।
ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যে দেশটির দুই কোটি ৭০ লাখ রেজিস্টার্ড শিক্ষার্থী পুরোদমে সশরীরে ক্লাসে ফিরবে।
দক্ষিণপূর্ব এশিয়ায় ফিলিপাইন ব্যাপকভাবে কোভিডে নাকাল হয়েছিল। দেশটিতে ৩০ লাখের মতো লোক এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।