Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আশরাফ শিশিরের চলচ্চিত্র গোপন

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘গাড়িওয়ালা’র জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের পর আশরাফ শিশির নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন- দ্যা ইনার সাউন্ড’। চলচ্চিত্রটি আগামী ৩-৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবটিতে ৬৮ দেশের ২১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আশরাফ শিশিরের গাড়িওয়ালা এখন পর্যন্ত ৩০টি দেশের ৮৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করে এবং ১টি জাতীয় পুরস্কারসহ সর্বমোট ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। আশরাফ শিশির বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র গোপন-এর অংশগ্রহণ আমাদের জন্য আনন্দের। আমি চাই বাংলাদেশের চলচ্চিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়–ক। থ্রিলারধর্মী সিনেমাটিতে আন্ডাগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্ত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন এবং কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয় তা দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ