Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিমের বিয়ের গুজবে চটেছেন তার মা

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের গোপন বিয়ের খবর চলচ্চিত্রে বেশ চাউর হয়েছে। অনেকে বলছেন, বাপ্পী ও মিম গোপনে বিয়ে করেছেন। নভেম্বরের শুরুতে কলকাতার পার্শ্ববর্তী একটি মন্দিরে গিয়ে মালাবদল করেছেন তারা। ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি চেপে গেছেন তারা ও তাদের পরিবার। এ গুঞ্জনে বেশ চটেছেন মিমের মা ছবি সাহা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুরো বিষয়টি মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, মিম বিয়ে করলে গোটা বাংলাদেশ জানবে। সে আমার অতি আদরের মেয়ে। তার বিয়ে গোপনে দেবো কেন! তাছাড়া আমার মেয়ের নামে কেউ একটু বদনামও করতে পারবে না। তার বিনয়, আচরণ, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ, নতুনদের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ সবসময়ই প্রশংসিত হয়েছে। একশ্রেণীর অসাধু ব্যক্তি বাপ্পীর সঙ্গে মিমের বিয়ের মিথ্যে খবর ছড়াচ্ছে। এতে দুজনের ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা চলছে। সম্প্রতি বাপ্পী-মিম জুটি বেশ আলোচনায় এসেছে। এ বিষয়টিকে অনেকে হয়তো ভালোভাবে নিতে পারছে না। তিনি বলেন, হিন্দু রীতিতে এত তাড়াহুড়ো করে বিয়ে হয়না। পাত্র-পাত্রী দেখা ছাড়াও নানা আলাপ-সালাপ থাকতে পারে। অনেক রকম আনুষ্ঠানিকতা থাকে। এজন্য মাসেরও বেশি সময় লেগে যায়। তাছাড়া এখনই আমি মেয়ের বিয়ে দেবো না। মিম নিজেও ইচ্ছে প্রকাশ করেছে, আগামী ৩-৪ বছরের মধ্যে সে বিয়ে করবে না। আর এখন তো তার ক্যারিয়ার গঠনের সময়। সুতরাং এই বিয়ে-টিয়ে নিয়ে এখন আমাদের কোনো ভাবনা নেই। তিনি বলেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ নানা দেশের প্রবাসী সুপ্রতিষ্ঠিত ছেলেরা আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে। সেগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি। আমার মেয়েটা এখন চলচ্চিত্রে মনোযোগী। ওকে ওর মতো কাজ করতে দিন। আজেবাজে কথা না ছড়িয়ে ওকে সহযোগিতা করুন। উল্লেখ্য, মিম বর্তমানে দাগ ও পাষাণ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন। এ মাসে তার ও বাপ্পী অভিনীত ‘আমি তোমার হতে চাই’ সিমোটি মুক্তি পাবে। এদিকে মিমের সঙ্গে বিয়ের খবর বাপ্পী গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কাজের বাইরে মিমের সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে। এমনকি মিমের সঙ্গে মোবাইলেও আমার কোনোদিন কথা হয়নি। তিনি বলেন, গত আগস্টে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। তারপর দেশে এসে অনেকের কাছেই শুনেছি আমি নাকি সেখানে প্রবাসী তুলতুলি নামের এক তরুণীকে বিয়ে করেছি। এবার মিমকে জড়িয়েছে। আসলে একটি মহল আমার পিছনে লেগেছে। তারাই বারবার এসব ভুয়া খবর রটাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ