বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বার্মিংহাম থেকে, হুসাম উদ্দিন আল হুমায়দী : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা নির্যাতন ও সে দেশ থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে গত ৩০ নভেম্বর দুপুরে স্থানীয় লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দীর উপস্থাপনায় সভায় বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, অসংখ্য নারী-পুরুষ ও শিশুদের হত্যা করে তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হচ্ছে। প্রতিদিন হত্যাযজ্ঞের পাশাপাশি নিরীহ মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের চিত্র সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছালেও জাতিসংঘসহ বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো নির্যাতনে প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করছে। মিয়ানমার সরকারকে এই জঘন্য অমানবিক কাজ বন্ধ করে রোহিঙ্গা মুসলিমদের পূর্ণ নিরাপত্তা ও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার জন্য বিশ্বের কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র কোনো রকম চাপ প্রয়োগ করছেনা বলেও তারা অভিযোগ করেন।
শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী মিয়ানমারের নেত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অং সাং সুচির নীরবতাকে রাষ্ট্রপরিচালিত নির্যাতনে তার সম্মতি বলেও তারা অভিযোগ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, পৃথিবীর কোনো জাতিই নির্যাতন করে টিকে থাকতে পারে নাই এবং কোন জাতিকেই নির্যাতন, হত্যা ও দেশ ছাড়া করে ধ্বংস করা যায় না। বরং, নির্যাতনকারীরাই যুগে যুগে ধ্বংস হয়ে গেছে।
মিয়ানমারের নির্যাতনকারীরাও এক দিন সমূলে ধ্বংস হবে উল্লেখ করে তাঁরা বলেন, নির্যাতনের জন্য এক দিন অবশ্যই তাদেরকে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বক্তারা এ নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ক্যাশিয়ার হাজী মো: সাহাব উদ্দিন, ওরগেনাইজিং সেক্রেটারি মো: রাহয়ান আহমদ চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা এহসানুল হক, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা বদরুল হক খান, নির্বাহী সদস্য হাজী তেরা মিয়া, মাওলানা বুরহান উদ্দিন আহমদ, হাজী সৈয়দুর রহমান, মাস্টার আবুল বাসির, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বসির উদ্দিন ও মাশুক মিয়া।
সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মিয়ানমারসহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।