নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রাখাইন প্রদেশে মুসলিম রাখাইনদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের প্রতিবাদে মিয়ানমার অনূর্ধ্ব- ২২ দলের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া জাতীয় ফুটবল দল। দলের পক্ষ থেকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচ বাতিলের কথা উল্লেখ দলটির এক মুখপাত্র জানান, ‘রোহিঙ্গা ইস্যুতেই এ ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। কারণ এটা একটি সংবেদনশীল ইস্যু।’ আগামী ৯ ও ১২ ডিসেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া প্রথম থেকে মুসলিম রাখাইনদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে। আর তারা দাবি করছে তাদের সহিংসতায় বহু রাখাইন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তাদের দাবি, রাখাইনদের বিপক্ষে মিয়ানমারের এই সহিংসতা ২০১২ সালের সহিংসতাকেও ছাড়িয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।