Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৪:৪৩ পিএম

১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ১৭ আগষ্ট বিকেল চারটার শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে চকবাজারস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলশেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক পিপি এডভোকেট চন্দন কুমার পাল।
এসময় জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আমরা সংগঠিত, কোন অবস্থায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ