Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় উপজেলা যুবলীগের সভাপতি বাবু মোল্যা গ্রেফতার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৮:৩৪ পিএম

ফরিদপুরের সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউনিয়‌ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।


করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সালথায় সহিংস তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ওই ইউনিয়‌ন এলাকায় নিজ বা‌ড়ি থে‌কে তাকে গ্রেফতার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য গনমমাধ্যম কে নিশ্চিত করেছেন।

ওসি শেখ সাদিক বলেন, খায়রুজ্জামান বাবুর নামে সালথার সহিংস তাণ্ডবের মামলায় আদালত থেকে গ্রেফতারি প‌রোয়ানা থাকায় তা‌কে গ্রেফতার ক‌রে ফরিদপুরের আদাল‌তে পাঠানো হ‌য়ে‌ছে।

গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউপি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু‌সহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ