Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৩ বছরে পা দিলেন মহিউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ২ ডিসেম্বর, ২০১৬

চট্টগ্রাম ব্যুরো : তিয়াত্তর বছরে পা দিলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল (বৃহস্পতিবার) ৭২তম জন্মদিন উপলক্ষে তার চশমা হিলের বাসায় অসংখ্য নেতাকর্মীর ভিড় জমে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নেতাকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আ জ ম নাছির প্রবীণ এ নেতাকে কদমবুচি করতে গেলে তাকে দু’হাতে বুকে জড়িয়ে ধরেন মহিউদ্দিন চৌধুরী।
রাউজান উপজেলার গহিরা গ্রামের বক্স আলী চৌধুরীবাড়ির হোসেন আহমদ চৌধুরীর পুত্র মহিউদ্দিন চৌধুরীর জন্ম ১৯৪৪ সালের ১ ডিসেম্বর। রেলওয়ে কর্মকর্তা হোসেন আহমদ চৌধুরী ও বেদুরা বেগম দম্পতির চার ছেলে ও পাঁচ মেয়ে।
লেখাপড়া শুরু সীতাকুÐ সদরের মনীন্দ্রনাথ প্রাইমারি স্কুলে। পরে সীতাকুÐ হাইস্কুলে। বাবার বদলির সূত্রে নোয়াখালী জিলা হাইস্কুল, পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়, প্রবর্তক বিদ্যাপীঠ, কাজেম আলী হাইস্কুল, খন্দকিয়া শিকারপুর হাইস্কুলে পড়েছেন।
১৯৬২ সালে এসএসসি পাস করে ভর্তি হন সরকারি সিটি কলেজে। প্রথম বর্ষ শেষে পিতা ভর্তি করান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। রাজনৈতিক কারণে বহিষ্কৃত হয়ে আবার ফেরেন সিটি কলেজে। ১৯৬৫ সালে এইচএসসি এবং ১৯৬৭ সালে গ্র্যাজুয়েশন শেষ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং পরে আইন কলেজে ভর্তি হলেও শেষ করেননি প্রাতিষ্ঠানিক লেখাপড়া। এর আগেই জড়িয়ে পড়েন ছাত্র আন্দোলনে। ১৯৬৮ সালেই নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৬৯ সালেও ছিলেন একই পদে।
মুক্তিযুদ্ধে সম্মুখ সমরের যোদ্ধা মহিউদ্দিন দেশ স্বাধীনের পর শ্রমিক রাজনীতিতে যুক্ত হন। যুবলীগের নগর কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ১৯৮৬ সালে রাউজান থেকে এবং ১৯৯১ সালে নগরীর কোতোয়ালি আসনে সংসদ নির্বাচন করে পরাজিত হন। ১৯৯৪ সালে প্রথমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হয়েই বিজয়ী হন। ২০০০ সালে দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় এবং ২০০৫ সালে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হন মহিউদ্দিন। ২০০৬ সালের ২৭ জুন নগর আওয়ামী লীগের সভাপতি হন মহিউদ্দিন চৌধুরী। এর আগে প্রায় দুই যুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ