Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নগদ রুপির নোট সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : রিজার্ভ ব্যাংক

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রেক্ষিতে ব্যা্কংগুলোতে নগদ রুপির সংকট দেখা দিয়েছে। এতে নগদ টাকা তুলতে গিয়ে ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অপরদিকে এটিএম বুথগুলোতেও লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এটিএম থেকে দিনে দুই-আড়াই হাজারের বেশি রুপি মিলছে না। এদিকে সংসারের স্বাভাবিক কাজকর্ম সারতে সকলেরই নগদ টাকার দরকার। ফলে সংসার খরচ চালাতে গিয়ে প্রায়ই ব্যাঙ্কের শরণাপন্ন হতে হচ্ছে মানুষকে। এ দিকে নতুন নোটের সরবরাহ নেই বলে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় অর্থ। মাসের প্রথম দিনে মানুষের বাড়তি ভোগান্তির আশঙ্কায় গত বুধবার সকালে অর্থমন্ত্রী অরুণ জেটলি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের সঙ্গে কথা বলেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জেটলিকে আশ্বাস দেওয়া হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরেই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ব্যাঙ্কগুলোতে রুপির নোটের সরবরাহ বাড়ানো হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ব্যাঙ্কে বাড়তি নগদ সরবরাহ দেয়া হবে। এখন দিনে যত নগদ পাঠানো হচ্ছে, তার থেকে অন্তত ২০-৩০ শতাংশ বাড়ানো হবে। ব্যাঙ্কেও টাকা তোলার ভিড় সামলাতে বাড়তি কাউন্টার ও যথেষ্ট কর্মী থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ, বাজারে এ বার ২০০০-এর বদলে ৫০০ টাকার নোট বেশি আসবে বলে আজ অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। ২০০০-এর নোট হাতে পেলেও তা ভাঙাতে সমস্যায় পড়তে হচ্ছিল। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে,  টাঁকশালগুলো এখন ৫০০-র নোটই মূলত ছাপছে। মাঝে মধ্যে ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে। যদিও বাজারে তার ছাপ পড়তে কিছুটা সময় লাগবে। কারণ একটি নোট ছাপার পরও রিজার্ভ ব্যাঙ্কের যাবতীয় নিয়মকানুন মেনে তা বাজারে আসতে ২১ দিন সময় লেগে যায়। ফলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। প্রসঙ্গত, গত সোম ও মঙ্গলবার, দেশের প্রায় সমস্ত ব্যাঙ্কে নগদের ঘাটতি দেখা ছিল। সপ্তাহে ২৪ হাজার টাকার উর্ধ্বসীমা থাকলেও এমনিতেই কম টাকা মিলছিল।  মন্ত্রণালয় সূত্রের অবশ্য দাবি, বুধবার সন্ধ্যার পর থেকে নগদের জোগান বাড়ানো হয় বলেই গত দু’দিন নোটের জোগান কিছুটা কমিয়ে দেয়া হয়েছিল। নোট বাতিলের প্রস্তুতি হিসেবে ৮ নভেম্বরের আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক বাড়তি নোট ছাপতে শুরু করেছিল। তার পরেও নিয়মিত নতুন নোট ছাপা হচ্ছে। নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের পাশাপাশি নতুন ১০০ টাকার নোটও বাজারে ছাড়া হয়েছে। টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ