গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটে প্লাস্টিক কারাখানায় লাগা আগুনটির সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।
সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুপুর পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য দিয়েছেন।
তিনি আরও জানান, ভবনের বাম পাশে আগুন এখনও জ্বলছে। ওই ভবনের আশপাশে আবাসিক ভবন রয়েছে। ওইসব ভবনে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা ভবনটিতে দাহ্য পদার্থ থাকতে পারে, যার জন্য আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল কারাখানটি পলিথিন তৈরির কারখানা। পরে জানা যায় ওই কারখানাতে প্লাস্টিকের খেলনা তৈরি হতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।