বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় অপর এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আইজুল ইসলাম সরদার (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত আলী বকস সরদারের ছেলে।
নিহতের প্রতিবেশী হাসানুজ্জামান জানান, আইজুল ইসলাম রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ধুলিহর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা কিশোর গ্যাংয়ের একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। স্থানীয় জনতা কিশোর গ্যাংয়ের ওই সদস্যের মোটরসাইকেলটি অটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাং সদস্যের মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।