Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা মাওয়া মহাসড়কে প্রাইভেটকার উল্টে শিশুসহ আহত-২

পদ্মাসেতু উত্তর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১১:৫৮ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে শিশুসহ ২জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় ঢাকা মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত খাদিজা(২৪) ও তার ছেলে আব্দুল্লাহ(৫)কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত মা ও ছেলে ঢাকা মিরপুরের কালসী এলাকার বাসিন্দা।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা হতে মাওয়াগামী প্রাইভেটকার নং-ডিএম ঘ-১২-৫৩১২ এর চালক বেপরোয়া ও দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে ঢাকা মাওয়া মহাসড়কের ছনবাড়ী এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী খাদিজা ও তার ছেলে আব্দুল্লাহ আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ