পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
আমিষ জাতীয় খাদ্যের মধ্যে মাছ অন্যতম। আমরা মাছে-ভাতে বাঙালি। তাই আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় মাছ একটি অপরিহার্য উপাদান। তবে আমরা যে মাছ খাই, সেটি হতে হবে শতভাগ ফরমালিন ও বিষ মুক্ত। বাংলাদেশে কিছু অসাধু মৎস্য শিকারি রয়েছে, যারা বিষ দিয়ে মাছ শিকার করে বাজারে বিক্রি করে। আর সেই মাছ খাবার হিসেবে গ্রহণের ফলে আমরা বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হই। বর্তমানে এসব অসাধু মৎস্য শিকারির সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই সাথে বেড়ে যাচ্ছে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনা। সুন্দরবনসহ দেশের বিভিন্ন ছোট-বড়ো নদী, খাল-বিল ও হাওরে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। যা আমাদের মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। বিষ দিয়ে মাছ শিকারের ফলে বড়ো মাছের সাথে ছোট বা পোনা মাছগুলোও মারা যাচ্ছে। এতে মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি বাধার সম্মুখীন হচ্ছে। অপরদিকে এসব বিষযুক্ত মাছ খেয়ে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এমতবস্থায় বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে। যারা এভাবে মাছ শিকার করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।