বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।
সাগর উত্তাল হওয়ায় অর্ধশতাধিক ট্রলারের পাঁচ শতাধিক জেলে সুন্দরবনের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বাগেরহাট শহরে বাজারের বিভিন্ন সড়কে উঠে গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগেরহাটের সুপারি পট্টি, কাঁচাবাজারসহ বিভিন্ন সড়কে জোয়ারের পানি উঠতে দেখা গেছে। নদী পাড়ের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ছয় দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারে আড়াই ফুট উচ্চতায় সুন্দরবনের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাগরে মাছ ধরেতে যাওয়া পাঁচশতাধিক জেলে সুন্দরবনের দুবলারচর, আলোরকোল এবং বেদাখালী খালে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে বাগেরহাটে রোপা আমন ধান আবাদ, বীজতলা, পাটসহ বিভিন্ন ফসলের উপকার হচ্ছে। সূত্র : ইউএনবি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।