Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় মধ্যরাতে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার যুবক

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১১:৪৩ এএম

ভোলায় মধ্যরাতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার খবর শুনে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ভোলা সদর উপজেলায় এক যুবক।

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভোলা উপজেলার পরাণগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আবু তাহের বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের সোলেমান হোসেনের ২য় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়ার খবর জেলায় ছড়িয়ে পরে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর থেকে তেলের জন্য পরাণগঞ্জসহ বিভিনবন বাজারের ফিলিং স্টেশনে ভিড় করতে থাকে মানুষ। এসময় তাড়াহুড়ো করে কলস নিয়ে দোকানে পেট্রোল কিনতে যান আবু তাহের। এতে কয়েকজন যুবকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে মারধরের শিকার হন আবু তাহের। পরে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজম জানান, ঘটনাটা তার জানা নেই। তারপরও ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতরাতে এসব পন্যের দাম বাড়ার সাথে সাথেই বিভিন্ন পেট্রল পাম্পে শত শত মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের ভীর দেখা গেছে।সেক্ষেত্রে অনেকে পেয়েছে অনেকে না পেয়েই চলে গেছে।এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়েছে অনেকের।পাম্প মালিকরা পেট্রল নেই বলে বন্ধ করে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক পাম্প মালিক জানান তারা পূর্বে থেকে জানে না পেট্রলের দাম বাড়বে তাই তাদের মজুদ নেই যা ছিল তা বিক্রি হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ